শরীরে জমে থাকা বিষাক্ত টক্সিন নিঃসরণ করার জন্য উন্নত বিশ্বের বহুল ব্যবহৃত পদ্ধতি এখন বাংলাদেশে। রাসুল(সাঃ)এর যুগের হিজামা (শিঙ্গা লাগানো),বর্তমান সময়ের এরোমা থেরাপি,বিশেষ ছোট মাছের কামড় থেরাপি (Garra Rufa Therapy) ইত্যাদির মতই এটি একটি আধুনিক,নিরাপদ টক্সিন নিঃসরণ পদ্ধতি বা উপায়। এই DETOX FOOT PATCH আপনাকে সুস্থ্য,স্বাস্থ্যজ্জ্যোল রেখে স্বাভাবিক জীবন যাপনে সহায়তা করবে। এটি কোন ঔষধ নয়, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত প্রাকৃতিক নিরাময় পদ্ধতি।ভাল ফলাফল পাওয়ার জন্য একাধারে ২ বক্স/প্যাকেট ব্যবহার করুন,প্রয়োজনে তারও বেশি যতক্ষণ আপনি নিশ্চিত না হচ্ছেন আপনার শরীরের বিষাক্ত টক্সিন সম্পূর্ণ নিঃসরণ হয়েছে। এটির প্রয়োগ মাত্রা শরীরে টক্সিনের পরিমাণের উপর নির্ভর করে।
মূল উপাদানসমূহঃ ব্যাম্বো ভিনেগার,উড ভিনেগার, টারমালিন, ছিতিন,লকুয়াতলিফ, হতুনিয়া কর্ডাটা থানব্, ভিটামিন সি, ডেক্সত্রিন, ইত্যাদি।
যেসব ক্ষেত্রে প্রযোজ্যঃ
* ঘার,কাধ,কোমর,পা ব্যাথা বা ফুলে যাওয়া।* দীর্ঘ সময় দাঁড়ান বা হাঁটার কাজ।
* দীর্ঘমেয়াদী ক্ষতিকারক রেডিয়েশন দ্বারা প্রভাবিত।
* প্রচণ্ড কর্মব্যাস্ততা।
* দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার।
* নিঃশ্বাস,শরীর বা পা থেকে নিঃসৃত দুর্গন্ধ।
* কৌশঠ কাঠিন্য।
* স্বাস্থ্য ও সৌন্দর্য সচেতন।
উপকারিতাঃ
# শরীরে জমে থাকা বিষাক্ত টক্সিন অপসারণ করে।
 # রক্ত সঞ্চালন বৃ্দ্ধি ও বিপাক প্রক্রিয়াকে উন্নত করে।
# পা ও অস্থি সংযোগস্থলের চাপ দূর করে।
# শরীরের অঙ্গ প্রতঙ্গের ক্রিয়াকে উন্নত করে।
# সংক্রমণ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে।
# কর্মোদ্যমী থাকতে ক্লান্তি দূর করে ঘুমে প্রশান্তি আনে।
# শরীরের অতিরিক্ত তাপ কমায়।
# কোষ সক্রিয় রাখে,স্বাস্থ্য উজ্জ্বল ত্বক গঠন করে।
ব্যাবহারবিধিঃ
১। পা ধুয়ে ভালভাবে পরিস্কার করে নিন।
২।প্যাক হতে প্যাচটি বের করুন।
৩। প্লাস্টারের আঠালো অংশ হতে আলগা কাগজটি তুলে ফেলুন ।
৪।প্যাচটির লেখাযুক্ত অংশ আঠাযুক্ত প্লাস্টারের মুখোমুখি এঁটে লেখাবিহীন অংশটি পায়ের তালুর দিকে লাগান।
৫।পায়ের তালু, অস্বস্তিকর অস্থিসংযোগস্থল বা নরম মাংসপেশীতে প্রত্যেক প্যাচ ৬-৮ ঘণ্টা ব্যবহার করুন।
৬।ব্যা্বহারের পর প্যাচটি খুলে ভালভাবে পা ধুয়ে ফেলুন।
|
This comment has been removed by the author.
ReplyDelete