Header Ads

শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফটের ল্যাপটপ


যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে অর্থাৎ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে গুগলের ‘ক্রোম ওএস’ অপারেটিং সিস্টেমের ল্যাপটপ ‘ক্রোমবুক’। ঠিক সেই জায়গাটা দখল করতেই নতুন সারফেস ল্যাপটপ কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট করপোরেশন। নামও রাখা হয়েছে ‘সারফেস ল্যাপটপ’। এর সঙ্গে উইন্ডোজ ১০-এর নতুন সংস্করণ ‘উইন্ডোজ ১০ এস’ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানে নতুন ল্যাপটপ ও অপারেটিং সিস্টেমের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।
সারফেস ল্যাপটপের জন্য ফরমাশ নেওয়া শুরু করেছে মাইক্রোসফট। আগামী মাসের মাঝামাঝি সময়ে ল্যাপটপ সরবরাহ শুরু করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার থেকে। তবে সুলভ মূল্যে উইন্ডোজ ১০ এসের ল্যাপটপ কম্পিউটার বাজারে ছাড়ার জন্য এসার, আসুস, ডেল, ফুজিৎসু, এইচপি, স্যামসাং এবং তোশিবার সঙ্গে চুক্তিতে যাবে মাইক্রোসফট। শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান পিয়ারসনের সঙ্গে মিলে ত্রিমাত্রিক (থ্রিডি) ও মিশ্র বাস্তবতা (মিক্সড রিয়েলিটি) প্রযুক্তির বিষয়বস্তু (কনটেন্ট) তৈরি করবে প্রতি
ষ্ঠানটি। স্বাভাবিকভাবেই এগুলো মাইক্রোসফট হলোলেন্সের জন্য তৈরি করা হবে বলে ধারণা করা হচ্ছে।

মাইক্রোসফট সারফেস প্রধান প্যানোস পানায় ল্যাপটপের সুবিধা নিয়ে কথা বলেন

উইন্ডোজ ১০ এসের পর্দা হবে এমন
মাইক্রোসফটের এক কর্মী এসার উইন্ডোজ ভিআর হেডসেট পরীক্ষা করে দেখান

 
নতুন পণ্য ছাড়ার ঘোষণা দিচ্ছেন সত্য নাদেলা
৮০ ডলার দামের মাইক্রোসফট আর্ক মাউস

No comments

thanks for your message. We are not here right now, but we'll get back to you soon!

Powered by Blogger.