Header Ads

অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড ৯ পাই’

অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড ৯ পাই’-এর সঙ্গে পরিচয় করিয়ে দিল গুগল। আপাতত পিক্সেল, পিক্সেল এক্সএল, পিক্সেল ২, ২ এক্সএল ও এসেনশিয়াল পিএইচ-১ ফোনে এই ভার্সন উন্মোচন করেছে গুগল।
 
নতুন এই সংস্করণ সম্পর্কে অ্যান্ড্রয়েড ডেভেলপার্স তাদের ব্লগে বিস্তারিত জানিয়েছে। ব্লগে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ৯ পাই সংস্করণে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন।
 
নতুন সংস্করণে অ্যাডাপটিভ ব্যাটারি ও অ্যাডাপটিভ ব্রাইটনেস ফিচার যুক্ত হয়েছে। এটি বিভিন্ন অ্যাপের ব্যাটারি ব্যবহারের বিষয় ও ফোনের ব্রাইটনেস সেটিংস সমন্বয় করতে পারে।
 
এ ছাড়া ফোনের কার্যক্রমের ওপর ভিত্তি করে নতুন কাজ সম্পর্কে ধারণা দিতে যুক্ত হয়েছে অ্যাপ অ্যাকশন নামের একটি ফিচার। অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে এসেছে নতুন নেভিগেশন সিস্টেম।
 
অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের আপডেট বছরের শেষের মধ্যেই অন্যান্য নির্মাতাদের ফোনেও পৌঁছে যেতে শুরু করবে।

No comments

thanks for your message. We are not here right now, but we'll get back to you soon!

Powered by Blogger.